কোলে দেড় বছরের সর্বজয়া আর গর্ভে দশ মাসের অনাগত সন্তান নিয়ে সেদিন কিসের টানে চারুবালা ওই গোলাবারুদ আর লেলিহান আগুনের ধ্বংসযজ্ঞে দৌড় দিয়েছিল তা ব্রিটিশ সরকারের একনিষ্ঠ দারোগাবাবু কমলেশ মৃত্যুর আগ পর্যন্ত হয়তো পুরোপুরি বুঝতে পারেনি। বকুল মাসি দৌড়ে গিয়ে সর্বজয়াকে কোলে তুলে নেয়। ব্রিটিশ সৈনিকেরা বন্ধুক তাক করে পথ আটকায় চারুবালার। আসন্ন বিপদে বেসামাল হয়ে পড়ে কমলেশ। এই কি সেই চিরচেনা চারুবালা? যুদ্ধের ময়দানে এ কাকে দেখছে?আর সেই স্বদেশী?অরিন্দম? সে কি পেরেছিলো দেশ মাতৃকার জয়ের টিকায় কপাল রাঙাতে? দায়িত্বে কর্তব্যে আগলে রাখা বাস্তুভিটা দৃশ্যমান হলেও মন-বাস্তুতে কে থাকে? এক ভীষণ অচেনা বাস্তুমনের দরজা আটকে রেখে মানুষ কত অনায়াসে পাড়ি দেয় তার চিরচেনা এক জীবন!
Reviews
There are no reviews yet